রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী পৌরসভার টরকীচর এলাকার বেদে পল্লীর দুই গ্রুপের মধ্যে শুক্রবার সকালে কয়েক দফা সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
এতে বসতবাড়ি ভাংচুরসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছেন থানা পুলিশের সদস্যরা। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন। এসময় বেদে পল্লীতে শান্তি ফিরিয়ে আনতে পল্লীর বাসিন্দারের সাথে মত বিনিময় করেন প্রশাসনের কর্মকর্তারা।
Leave a Reply