সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি: ঢাকা বরিশাল মহাসড়কে বাবুগঞ্জ উপজেলায় রহমত পুর ব্রিজ থেকে একটু সামনে তিন রাস্তার মুখে এই ঘটনাটি ঘটে সরকারি এম্বুলেন্স মাইক্রোবাস যাহার নাম্বার (ঢাকা মেট্রো: ছ -৭১-১৫০৪) এর সাথে ভ্যান গাড়ি সামনাসামনি ধাক্কা লাগে এতে ৩ জন গুরুতর আহত হয়।
ঘটনাটি দেখে স্থানীয় লোকজন তাড়াতাড়ি তাদের কাছে এসে এম্বুলেন্স চালক কে আটকে রাখে, এবং এম্বুলেন্স চালকের উপর ক্ষিপ্ত হয়, তারপর ওখানকার প্রভাবশালী ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ঘটনাটি ঘটে বিকেল ৫ টার দিকে, পরে আহতদেরকে উদ্ধার করে স্থানীয় এক ফার্মেসিতে নেয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পরে তাদেরকে স্থানীয় ফার্মেসির চিকিৎসক বলেন যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য বলেন, তারপর তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। আহত ৩ জন নিহত কোনো খবর পাওয়া যায়নি।
Leave a Reply