রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
আমতলী সংবাদদাতা: বরগুনার আমতলী আড়পাঙ্গাশিয়া নদীর ওপর নির্মিত বেইলী ব্রিজ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। কেন না ব্রিজটি যে কোনো সময় ধসে পড়তে পারে এমন আশঙ্কা থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে আমতলী-তালতলী উপজেলার প্রায় দুই লক্ষ মানুষকে।
আমতলী উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানাগেছে, ১৯৯২ সালে আমতলী ও তালতলী উপজেলার সংযোগ সড়কের আড়পাঙ্গাশিয়া নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বেইলি ব্রিজ নির্মাণ করে। ওই ব্রিজ দিয়ে তালতলী ও আমতলী উপজেলার প্রায় দুই লক্ষ মানুষ ও যানবাহন চলাচল করে। প্রতিদিন মাদ্রাসা, স্কুল,কলেজগামী শিক্ষার্থীসহ প্রায় ৩০ হাজার মানুষ পারাপার হয়। এছাড়া ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন, আন্তঃজেলা বাস, ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, মাহেন্দ্র ও অটোবাইকসহ ছোটবড় অনেক যানবাহন পারাপার করে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রিজের মাঝখানে স্টিলের পাটাতন দেবে গেছে। অ্যাংগেল ভেঙে পড়েছে ও নাট বল্টু খুলে গেছে। ছোট যানবাহন উঠলেও ঠকঠক করে নড়ে।
আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি হুমায়ূন কবির বলেন, ব্রিজের অবস্থা এতই নড়বড়ে ও নাজুক যে কোন সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। দ্রুত এই ব্রিজটি সংস্কারের দাবি জানাই।
আড়পাঙ্গাশিয়া বাজার কমিটির সভাপতি সরোয়ার হাওলাদার বলেন, ঝুকিপূর্ণ ব্রীজ দিয়ে পন্য ভর্তি গাড়ী পারপার হতে সমস্যা হচ্ছে। দ্রুত ব্রীজ নির্মাণের দাবি জানাই।
তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবিউল কবির জোমাদ্দার বলেন, তালতলীর প্রায় দেড় লক্ষ মানুষের জীবনের ঝুঁকি নিয়ে আড়পাঙ্গাশিয়া বেহাল ব্রিজটি পার হয়ে আমতলীতে যেতে হয়। ওই ব্রিজ ভেঙে গেলে তালতলী উপজেলার সাথে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। দ্রুত ওই ব্রিজটি মেরামত করে মানুষের যাতায়াতের পথ সুগম করার দাবি জানাই।
Leave a Reply