সোমবার, ১২ মে ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে বিএনপির স্থানীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরের বাড়ি থেকে যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু (৪০) গ্রেফতার হয়েছেন। রবিবার (১১ মে) সকালে পুলিশ তাকে তার বসবাসস্থল থেকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে বিএনপি নেতা জুবায়েরের বাড়িতে অবস্থান করছিলেন এবং বেশ কয়েকদিন ধরে বিএনপি নেতা জুবায়েরের সঙ্গে নিয়মিত মেলামেশা করছিলেন। শনিবার রাতেও তিনি ওই বাড়িতে অবস্থান করেছিলেন। পুলিশ তাকে সকালে গ্রেফতার করে এবং ঝালকাঠি সদর থানায় নিয়ে যায়।
বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়ের দাবি করেন, “সাইফুল ইসলাম বাবু কখনও আমার বাড়িতে ছিল না। তাকে পুলিশ ডেকে নিয়ে গ্রেফতার করেছে।” তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাবু বিস্ফোরক মামলায় গ্রেফতার হয়েছেন এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানিয়েছেন, সাইফুল ইসলাম বাবু সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে ঝালকাঠি শহরে বিএনপির মিছিলে বোমা হামলার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ঝালকাঠি শহরের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি ও যুবলীগের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং সংঘাতের কারণে গ্রেফতারি ব্যাপারে সন্দেহ ও প্রশ্ন উঠেছে। বিএনপি নেতা জুবায়েরের বাড়ি থেকে গ্রেফতার হওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
Leave a Reply