শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
এইচ, এম হেলাল॥ বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কমিউনিটি পুলিশিং (ভলান্টিয়ার) পোশাক পরে কয়েকজন যুবককে মাহিন্দ্র আলফা,সি এন জি (থ্রি হুইলার) পিটানোর অভিযোগ পাওয়া গেছে। এদিকে মাহিন্দ্রা আলফা ও সি এন জি, চালকদের সাথে হাতাহাতির ঘটনাও ঘটেছে।
এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন থ্রি হুইলার একাধিক মালিকগন। জানা গেছে, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ছেড়ে থ্রি হুইলার গাড়ি যাত্রী নেয়ার জন্য সড়কের উপর রাখলে পিছন থেকে আশা কমিউনিটি পুলিশং (ভলান্টিার) পোশাক পড়া এক যুবক গাড়ির ওপর এলোপাতারি পিটাতে থাকে । কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখে গেছে বেশ কয়েকজন যুবক হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়ান। তাদের এক জনার সাথে কথা বলে জানা গেছে ,বাস মালিক সমিতির পক্ষ থেকে থ্রি হুইলার পিটানোর জন্য তাদের দায়িত্ব দেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে বাস মালিক সমিতির সহ-সভাপতি মোঃ ইউনুস আলী খান বলেন, মাহিন্দ্রা মালিক সমিতির পক্ষ থেকে যানজট নিরসনেরে জন্য তারাই লোকবল রেখেছেন এই বলে তিনি মুঠো ফোন কেটে দেন। মাহিন্দ্রা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি দুলাল’র সাথে আলাপ কালে তিনি বলেন,আমাদের মাহিন্দ্রা স্টান্ডে সব সময় যানজট মুক্ত রাখতে সেখানে লোক নিয়োগ দেয়া আছে,আমাদের লোকজন বাস টার্মিনালের সামনে আসার প্রশ্নই আসে না।
বাস টার্মিনালের যানজট নিরসনের বিষয় নিয়ে উপ- পুলিশ কমিশনার ( ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন, মহাসড়কে যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
বিষয়টি নিয়ে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেন, কমিউনিটি পুলিশিং (ভলান্টিয়ার) এদের কাজ হলো ট্রাফিক পুলিশের সাথে যানজট নিরসনে সাহায্য করা। পাশাপাশি বাস মালিক সমিতি বা মাহিন্দ্রা মালিক সমিতি এক হয়ে কমিউনিটি পুলিশিং (ভলান্টিয়ার) লোকবল নিয়োগ দিতে পারেন। কমিউনিটি পুলিশিং ভলান্টিয়ারদের দ্বারা কোন জনসাধারনের ক্ষতি না হয় সে দিকে লক্ষ রাখতে হবে।
Leave a Reply