সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী চলন্ত বাসে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পদ্মা পরিবহনের (মেট্টো-ব ১৪-১৩৮৬) বাসটি চাঁদপুরের হাজীগঞ্জের মকিমাবাদ থেকে ঢাকা যাচ্ছিল।
জানা গেছে, শিশুটি তার মায়ের সাথে ঢাকা যাচ্ছিল। বাসটি মদনপুর অতিক্রম করতেই হেলপার মিলন মিয়া কৌশলে ১১ বছরের শিশুকে গাড়ির পেছনের আসনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে তার মা ও বাসের অন্যান্য যাত্রীরা এগিয়ে তাকে উদ্ধার করেন। পরে তারা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে খবর দিলে বাসটি কাচঁপুর এলাকায় পৌঁছলে পুলিশ ব্যারিকেড দিয়ে হেলপার মিলন মিয়াকে আটক ও বাসটি জব্দ করে। আটককৃত মিলন মিয়া (৩২) চাঁদপুর জেলার কচুয়া থানার আশারাফপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, মেয়েটির মা বাদী হয়ে মিলন মিয়াকে আসামি করে থানায় যৌন নিপীড়র অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply