শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। বৃহস্পতিবার সকালে ৪ জন ও দুপুরে আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনও নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকালে খাস কাউলিয়ার চর, পয়লার চর ও স্থলচর এলাকা থেকে ভাসমান অবস্থায় চারজনের লাশ ও দুপুরে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার দুপুরে এনায়েতপুর ঘাট থেকে যাত্রীবাহী একটি নৌকা চৌহালী যাওয়ার পথে ৭৩জন যাত্রীসহ স্থলচর এলাকায় ডুবে যায়। নিখোঁজদের মধ্যে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মোট ১০ জনের লাশ পাওয়া গেছে। এ ঘটনায় এখনও সাতজন নিখোঁজ রয়েছেন।
এদিকে বুধবার দিনভর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালানোর পর বিকেল ৫টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করেছে।
Leave a Reply