মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উদ্যোগে বরিশাল নগরীতে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ। কাজ চলছে উদ্যম গতিতে। কাজ তদারকি করছেন সয়ং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ব্যাপক আকারে প্রশংসনিয় কাজ এটি।বরিশালের সাবেক মেয়র শওকত হোসেন হিরন থাকা কালিন নগরীর সিএন্ডবি রোড ২ লেন থেকে বর্ধিত করে ৪ লেন করা হয়। যা পরবর্তীতে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়।সময়ের পরিবর্তনে ১ম দুই লেনের সংস্কার হলেও বর্ধিত ২ লেনের কোন সংস্কার হয়নি। তাই ধীরে ধীরে রাস্তা ভাংতে শুরু হয়েছে। তৈরি হয়েছে বড় ছোট নানা গর্ত।
এই বর্ধিত লেন ধরে প্রতিদিন কয়েকশ অটো, মাহেন্দ্রা,আল্ফা,অটো রিকশা, ভ্যান,রিকশা চলা চল করে। এই লেনে গর্তের ফলে প্রতিদিনি ছোট খাটো দূর্ঘটনা ঘটে। যা মাঝে মাঝে বড় আকার ধারণ করে। আর তার ফলে সৃষ্টি হয় নানা ভোগান্তির।
নগরবাসির এই ভোগান্তি দূর করার জন্য বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নিজে সিএন্ডবি রোডে আসেন ছোট বড় গর্ত সৃষ্টি হওয়া লেন পরিদর্শনের জন্য।
সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, রাস্তা করুন অবস্থা আমি দেখেছি। ইনশাআল্লাহ বিসিসি এর মাধ্যমে যত দ্রুত সম্ভব এই রাস্ত সংস্কারের ব্যবস্থা করব।তিনি আরো বলেন, বিদেশি টেকনোলজি দিয়ে রাস্তার সংস্কারের কাজ করা হচ্ছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বরিশাল নগরীর প্রতিটি রাস্তা সংস্কার করা হবে।
Leave a Reply