সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুরের কাপাসিয়ায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ৭ যুবককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- বাদল মোড়লের ছেলে মহফুজুল হক (২০), এহসান মোড়লের ছেলে মাহবুবুল হোসেন শাকিব (২২), মোস্তফা বেপারীর ছেলে রোমন বেপারী (২০), মৃত ছফুর উদ্দিনের ছেলে মাসুম শেখ (২১), শামসুল হকের ছেলে রাকিব হোসেন (২০), মহসীনের ছেলে জোবায়ের (২১), মফিজ উদ্দিন সর্দারের ছেলে মোস্তারীন সর্দার (২১)।
প্রধান অভিযুক্ত কাপাসিয়ার চর খামের গ্রামের আইনুদ্দীনের ছেলে সাখাওয়াত পলাতক রয়েছে। আটককৃত সকলেই কাপাসিয়ার তরগাঁও এলাকার বাসিন্দা।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, কাপাসিয়ার চর খামের গ্রামের আইনুদ্দীনের ছেলে সাখাওয়াত হোসেনের সাথে ভিকটিমের মোবাইলে নিয়মিত কথাবার্তা হতো।
ওই পরিচয়ের জেরে বৃহস্পতিবার রাতে সাখাওয়াত ভিকটিমকে একটি মোবাইল ফোন দেয়ার কথা বলে বাড়ির বাইরে যেতে বলে। পরে ভিকটিম বাড়ির পাশে নরাইদ্দারটেক কড়ই তলায় যায়। সেখানে সাখাওয়াতসহ অভিযুক্তরা ভিকটিমকে ধর্ষণ করে।
এসআই আরও জানান, ভিকটিমের স্বামীর বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়। তিনি এক সন্তানের জননী ও প্রবাসীর স্ত্রী।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) ফারজানা ইয়াসমিন জানান, গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগটি সঠিক। অভিযুক্তদের আটক করতে তারা সক্ষম হয়েছেন। মামলার প্রক্রিয়া চলছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
Leave a Reply