রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ যশোরের শার্শায় মেয়ের বাড়ি যাওয়ার সময় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে জামেনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে ওই উপজেলার গোড়পাড়া কদবেল তলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামেনা বেগম একই উপজেলার লক্ষ্মণপুর পশ্চিমপাড়ার শামসুর সরদারের স্ত্রী।
শার্শা থানার ওসি বদরুল আলম জানান, জামেনা বেগম মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে রওনা হন। গোড়পাড়া কদবেলতলা মোড়ে একটি ছাগল রাস্তা পার হওয়ার সময় দড়িতে বেঁধে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে জামেনা বেগম নিহত এবং ভ্যানচালক ভনু মিয়া গুরুতর আহত হন।
ওসি আরো জানান, জামেনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত ভ্যানচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Leave a Reply