শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার : মাদারীপুরের কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে আজ(বৃহস্পতিবার) সকালে পৌরসভা কার্যালয়ে প্রতিবাদ সভা ডাকে কয়েকজন পৌর কাউন্সিলর। আর একই জায়গায় কালকিনি পৌরসভার বিভিন্ন হাট বাজার , বাসস্ট্যান্ড ও টলারঘাট ইজারার রাজস্ব বন্ধের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একই ভাবে প্রতিবাদ সভা ডাকে পৌর মেয়র ও কয়েকজন পৌর কাউন্সিলর। এনিয়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে গেলে চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোড়া হয়।
খবরপেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর ক্যাম্পের র্যাব সদস্যরা এসে তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশের সহযোগিতায় উভয় পক্ষ পৌরসভা চত্ত্বর ত্যাগ করে চলে গেলেও এনিয়ে চরম উত্তেজনা চলছে।এব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন বলেন ‘ আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি এবং এনিয়ে যাতে আর কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ দৃষ্টি রয়েছে।’
Leave a Reply