সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মেহেন্দীগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে ও গুরুতর আহত একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার( ২০ আগস্ট) সকাল সাড়ে দশটার সময় উপজেলার চর এক করিয়া ইউনিয়নের দাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মেহেন্দীঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান আহত পরিবার। আহতরা জানান, বুধবার( ১৯ আগস্ট) সকালে জমিতে বীজ বপন করার সময় একই এলাকার মৃত আলী আকব্বর রাড়ীর ছেলে রুহুল ও রফিক ফসলি জমিতে বীজ বপন করতে ছিলেন।
এসময় সিরাজ, ইব্রাহিম সহ সশস্ত্র সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে পেছন থেকে হামলা করে। আহতদের ডাকচিৎকার শুনে আমিরুল ইসলাম তাদের বাচাঁতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার উপরও হামলা চালায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে গুরুতর আহত একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় হামলাকরী সিরাজকে আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply