মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মো: নজরুল ইসলাম -কে সভাপতি, মাইটিভি ও দি নিউন্যাশন প্রতিনিধি এহসান রেজা জিতু -কে সাধারণ সম্পাদক করা হয়। বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে ২০তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাদের সভাপতি সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আগামী ২০২০-২০২১ সালের জন্য কার্যনির্বাহী এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আঃ রাজ্জাক (শাহানামা), সহ-সাধারণ সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন (বরিশালের মুখপাত্র), সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম খান (সংবাদ সকাল), কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান ফরিদ (বরিশাল সময়), প্রচার সম্পাদক মোঃ স্বপন হাওলাদার (আজকাল) এবং নির্বাহী সদস্য পদে জাহিদুল বারী খোকন, আবুল কালাম ও সঞ্জয় কুমার দেবনাথ-কে নির্বাচিত করা হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেণ বিদায়ী কমিটির সভাপতি জাহিদুল বারী খোকন।
মেহেন্দিগঞ্জের সিনিয়র ও পেশাদার সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, মেহেন্দিগঞ্জ সম্মিলিত সাংবাদিক জোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
Leave a Reply