শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। মেহেন্দিগঞ্জ উপজেলায় অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান চালিয়ে আদালতে পি.ও আর মামলা দাখিল করা হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা’র সাথে আলাপকালে জানা যায়, অত্র উপজেলায় এ পর্যন্ত মোট ৬টি অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান চালিয়ে আদালতে পি.ও.আর মামলা দাখিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২৮,১৭৫/- টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আদালতে মামলা দায়েরকৃত অবৈধ করাত কল মালিকগণ হলেন, ১। মোঃ ছিদ্দিক গাজী, পিতাঃ কাসেম গাজী, উলানিয়া, ২। ফরিদ রাড়ী, পিতাঃ ইউসুফ রাড়ী, উলানিয়া, ৩। মোঃ রিপন বেপারী, বুড়িরপুল, ৪।
আছমত আলী পালোয়ান, পিতাঃ অহেদ আলী পালোয়ান, বিদ্যানন্দপুর, ৫। মোসলেম উদ্দিন ঘরামী, পিতাঃ হোসেন ঘরামী, চরমিঠুয়া, ৬। মোঃ আঃ হক রাড়ী, পিতাঃ জয়নাল আবেদীন রাড়ী, খন্তাখালী। বন কর্মকর্তা আরও জানান, ২০১৭, ২০১৮, ২০১৯ ও চলমান ২০২০ সাল পর্যন্ত যাদের বিরুদ্ধে আদালতে আনিত অভিযোগ দাখিল করা হয়েছে তারা এখনও তাদের এই প্রতিষ্ঠানে কার্যক্রম চলামান রেখেছেন। যে সকল অবৈধ করাত কল এখনও চলমান রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ সহ মামলা
দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
Leave a Reply