শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। মেহেন্দিগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট স্বপন বেপারীকে আটক করেছে থানা পুলিশ। জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি আবিদুর রহমানের নেতৃত্বে এসআই শহীদ ,এএসআই ইন্দ্রজিত সহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের আঃ লতিফ বেপারীর ছেলে ইয়াবা ব্যবসায়ী মাদক সম্রাট স্বপন বেপারী (৩০) কে আটক করে ।
এই মাদক সম্রাট স্বপনের মাদকের ভয়াল গ্রাসে এলাকার স্কুল, কলেজ পড়ুয়া থেকে শুরু করে যুবসমাজ আজ ধ্বংসের পথে। প্রকাশ্যে মাদক বিক্রির বিষয় স্থানীয়দের জানা থাকলেও প্রানের ভয়ে বাধা ও তথ্য প্রদান করতে পারছেন না বলে এমনটাই অভিযোগ ভূক্তভুগী অভিভাবকদের। তারা আরো জানান মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক লতিফ বেপারীর পুত্র স্বপন ব্যপারী দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে বসেই ইয়াবার মতো সর্বনাশী ট্যাবলেট বিক্রি করে আসছে। আর এই মাদকের টাকা অভিনব কৌশলে বিকাশের মাধ্যমে লেনদেন করে নিজ হাতে মাদক না দিয়ে বিকাশে টাকা পেয়ে নির্দিষ্ট স্থানে রেখে মাদক ক্রেতাকে ঐ স্থান থেকে ফোনের মাধ্যমে সংগ্রহ করতে বলতেন। জানাযায়, এই স্বপন একসময় মটর সাইকেল চালিয়ে সংসার চালতো। কিন্তু বর্তমানে সে নিজ বাড়িতে বসেই ইয়াবা খুচরা ও পাইকারী বিক্রি করে যাচ্ছে।
তবে এলাকাবাসী বলেন এসব মাদক ব্যবসায়ীরা পুলিশের কাছে একাধিকবার গ্রেফতার হলেও আইনের ফাঁক ফেকোর দিয়ে বেড়িয়ে এসে আবার সবকিছু ম্যানেজ করে নতুন ভাবে নতুন কৌশলে ইয়াবার ব্যবসা শুরু করে।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবিদুর রহমান ইয়াবাসহ স্বপনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন।
Leave a Reply