মেহেন্দিগঞ্জে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুই সহযোগী অধ্যাপকের পুনর্বহালের দাবিতে শেবাচিম শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যে কারণে বাবরের মুক্তি এখনই নয় ক্যানসার প্রতিরোধী টিকা তৈরি করেছে রাশিয়া, বিনামূল্যে বিতরণের ঘোষণা জিয়াউল আহসানের দুর্নীতির অনুসন্ধানে দুদক আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি নিয়ে বিতর্ক, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৪: স্বরাষ্ট্র উপদেষ্টা লাকুটিয়া খাল পরিস্কারের পরও জনদুর্ভোগ, উদাসীন সিটি কর্পোরেশন বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ২ দালাল আটক বরিশালে ট্রাকচাপায় মায়ের মৃত্যু, অক্ষত শিশু কন্যা অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে: অ্যাটর্নি জেনারেল




মেহেন্দিগঞ্জে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত




মোঃ ইব্রাহীম মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। মেহেন্দিগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমূখর পরিবেশে ও জাতীয় নির্বাচনের আদলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য গেছে। জাতীয় নির্বাচনের মতো গোটা বিদ্যালয় চত্বরে ছিল নির্বাচনী আমেজ।

রবিবার ২৩ শে ফেব্রুয়ারী এস এস সি পরীক্ষার কারণে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় নির্বাচন কমিশনার, ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আনসার-পুলিশ, ব্যালট বাক্সু, নির্বাচনী বুথসহ নির্বাচনী কার্যক্রমে যা যা প্রয়োজন তা সবই এ নির্বাচনে করা হয়।

জানাগেছে নির্বাচনে তৃতীয় শ্রেণী,চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীর মোট ৪৫ জন শিক্ষার্থী এবারের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মায়মূনা আনজুম,রিটানিং কর্মকর্তা হিসেবে মোসাম্মৎ রাবেয়া খাতুন, সহকারী রিটার্নিং অফিসার হিসেবে এইচ এম সাইমুম, তানহা বিনতে জাহিদ, অর্পিতা দেবনাথ, প্রিজাইডিং অফিসার হিসেবে নাহিয়ান ইসলাম রুপকথা, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নুজহাত ইসলাম তানহা,রাফিয়া জাহান নিশি,তাসনিম মারিয়া,মাজাহারুল ইসলাম,শাহরিয়ার মাহমুদ,আমিনুল ইসলাম এবং আনসার সদস্য হিসেবে ১২ জন শিক্ষার্থী দায়িত্ব পালন করে। ভোটাররা লাইন দিয়ে সুশৃঙ্খলার সাথে ভোট প্রদান করে। এই বিদ্যালয়ে ৫১২জন ভোটারের মধ্যে ৩৮৭ জন ভোটার তাদের ভোট প্রোয়োগ করেন। ভোটে তৃতীয় শ্রেণী থেকে ফাতিয়া বিনতে আজাদ ১১৯ ভোট, একই শ্রেণীর নুর আরাবী ৬৭ ভোট, চতুর্থ শ্রেণী থেকে আবিদা তাহসিন ১২৭ ভোট একই শ্রেণীর প্রতিভা নাথ ১০২ ভোট, ও তাহসিন আল রাফীন ৯৩ ভোট পঞ্চম শ্রেণী থেকে মুহতাসিম বিল্লাহ জীবন ৫৮ ভোট একই শ্রেনীর মুবাশ্শীর আহাম্মদ জারিফ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করলে নির্বাচিতরা উল্লাস প্রকাশ করে এবং পরাজিত প্রার্থীরা পরস্পর কান্নায় ভেঙে পড়েন।

এ সময় প্রধান শিক্ষকসহ উপস্থিত অন্যান্য শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ তাদেরকে শান্তনা প্রদান করেন।পরে নির্বাচিত ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হাতে হাত রেখে একসাথে বিদ্যালয় উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। নির্বাচন কার্যক্রম ব্যবস্থাপনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হকসহ অন্যান্য শিক্ষকমন্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটি সহযোগিতা প্রদান করেন। খুদে শিক্ষার্থীদের অনেক অভিভাবকও তাদের আদরের সন্তানদের এ কার্যক্রম দেখতে ছুঁটে আসেন বিদ্যালয় চত্বরে।
পাতার হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল হক জানান, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এই তিনটি শ্রেণীর মোট ৩৮৭ জন শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্তভাবে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভোট দেয়। প্রধান শিক্ষক আরো বলেন, এ স্টুডেন্ট নির্বাচনে ৪৫ জন শিক্ষার্থী প্রার্থী হয়। আর তাদের মধ্য থেকে ৭ জন নির্বাচিত হয়।
শিক্ষার্থীদের অভিবাবক অনেকই বলেন, স্কুল জীবনে এ ধরনের নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয়ার মধ্যদিয়ে শিার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে উঠবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত করবে । আর ভবিষ্যতে সৎ ও যোগ্য জাতি গঠনে গুরুত্বপূর্ণঅবদান রাখবে বলে মনে করেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD