শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥
মেহেন্দিগঞ্জ চরহাড়িয়া নদীতে সাব-মেরিন ক্যাবলের উদ্বোধন করেণ প্রধান অতিথি সংসদ সদস্য পংকজ নাথ। আজ বেলা ২টার সময় সাব-মেরিন ক্যাবল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মুনসুর আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার প্রকৌশলী শাহজাহান তালুকদার, নির্বাহী প্রকৌশলী অনিল কুমার সরকার, প্রকৌশলী গোলাম মোস্তফা, সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী পারভেজ আলম, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সকালে সংসদ সদস্য উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় যোগদান করে সন্ধ্যায় চানপুর ইউনিয়ন নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক হাওলাদারের মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।
সাব-মেরিন ক্যাবল উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতিশ্রুতি মোতাবেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার জন্য আড়াই কোটি টাকা ব্যয়ে অতিরিক্ত একটি সাব-মেরিন ক্যাবল স্থাপন করা হয়েছে। অতিরিক্ত এই সাব-মেরিন ক্যাবল উদ্বোধনের ফলে ভবিষ্যতে যদি একটি সাব-মেরিন ক্যাবল নষ্টও হয়ে যায় তাহলেও মেহেন্দিগঞ্জবাসী আর অন্ধকারে থাকবে না। এসময় সংসদ সদস্য আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেণ।
Leave a Reply