বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী আহাম্মদ সিকদারের সহধর্মিণী ও মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাহামুদুল হাসান ফরিদ’র মায়ের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ আছর সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের সম্মুখে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সর্বস্থলের মানুষের ঢল নামে।
পরে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়। এদিকে সাংবাদিক মাহামুদুল হাসান ফরিদ এর মায়ের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেণ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, মেহেন্দিগঞ্জ সম্মিলিত সাংবাদিক জোট ও সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)র সভাপতি/সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ।
Leave a Reply