বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মায়ের সাথে অভিমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। ঘটনাটি ঘটেছে মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা গ্রামের মুন্সি বাড়ির পাশে।
আজ বুধবার ( ৩ জুন) দুপুরে নিজঘরে ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয় জুনায়েদ রহমান নাজিম (১৩) নামে কিশোর।
কিশোর পাতারহাট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র সে। স্বজনেরা দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ রহমান নাজিমকে পারিবারিক বিষয়াদী নিয়ে বুধবার বেলা ১২টার দিকে মা ও বোন রাগারাগি করেন।
এতে সে অভিমান করে ঘরের দরজা-জানালা আটকে অভ্যন্তরে ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। স্বজনেরা ডাকাডাকি করার পরে সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
কিশোরের বাবা মোস্তফিজুর রহমান মানিক জানান, ছেলে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কিন্তু সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে জানান অনেক আগেই মারা গেছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল।
পরিবার মরদেহ ময়নাতদন্ত করতে না চাওয়ায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply