বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে মহিষ দিয়ে জমির ফসল নষ্ট করার প্রতিবাদ করায় জমির মালিক ও এক শিশুকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এতে আহতরা হলেন নাজেম আলী বয়াতির নুরে আলম (৪০),ও জাফর মৃর্ধার ছোট্ট শিশু মমিন (৭)।
ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যার পর দাড়ির চর খাজুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাসানাত বেপারীর মুদি দোকানের সামনে ঘটেছে বলে জানা গেছে। আহতরা জানান একই এলাকার মতালেত বেপারী দীর্ঘদিন পর্যন্ত রোপন করা বিভিন্ন ধরনের ফসলী জমিতে ২০/৩০ টি মহিষ ছেড়ে ফসল নষ্ট করে আসছে।
এ নিয়ে একাধিকবার এলাকার গন্যমান্য ব্যাক্তিদের জানালেও তিনি কোন কর্ন্যপাত করেন না। গত মঙ্গলবার আবারও ফসলি জমিতে মহিষ দেখে মতালেব বেপারীকে প্রতিবাদ করায় আহত নুরে আলমের সঙ্গে ভাগ বিতন্ডা হয়।
পরে সন্ধ্যায় নুরে আলম স্থানীয় হাসনাতের মুদি দোকানে বাজার করতে গেলে ওই ঘটনাকে কেন্দ্র করে পূর্বে থেকে ওৎ পেতে থাকা মোতালেব বেপারীর ছেলে জালাল বেপারীর নেতৃত্বে রাসেল,বশীর,জুলুন বেপারি, ইউনুস বেপারি, নুরুল বেপারি সহ ২০/২৫ জনে মিলে নুরে আলম ও তার সাথে থাকা ভাতিজা ছোট্ট শিশু মমিনের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে গুরুতর জখম করে।
তাদের ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতদের পরিবার।
Leave a Reply