শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
মোঃ ইব্রাহীম,মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বিশ্বের বিভিন্ন দেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের পাশাপাশি বাংলাদেশেও পড়েছে এর প্রভাব। যার কারণে মহামারী এই করোনা ভাইরাসের চেয়েও মহা বিপাকে দিন এনে দিন খাওয়া শ্রমজীবী মানুষ। করোনার প্রভাবে শ্রমজীবী মানুষ গুলো এখন কর্মহীন হয়ে পড়ায় তাদের আয়-উপার্জনের পথ একেবারে বন্ধ হয়ে পরেছে।
জীবন চালানোর জন্য উপার্জনের পথ বন্ধ হওয়ায় অসহায় হয়ে পরেছেন তারা। আর এই অসহায় শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে মেহেন্দিগঞ্জ উপজেলার দুস্থ অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দিনভর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বরিশাল -৪ আসনের সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপির উদ্যোগে এই উপজেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গুরে দুস্থ অসহায় দিনমজুর পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় খাদ্য সামগ্রী বিতরণ কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম মাহফুজুল আলম লিটন,উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু,মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবিদুর রহমান সহ উপজেলা,পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply