বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোহিনুর বেগম নামের এক গৃহবধুকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের উত্তর চর গ্রামে ঘটেছে। আহতের পরিবার জানায় ওই গ্রামের আঃ জাহের হাজারীর স্ত্রী কোহিনূর বেগম (৩৫) পুকুরে চাল ধুতে গেলে একই বাড়ির মৃত কাশেম হাজারীর স্ত্রী রয় বানুর সাথে কথার কাটাকাটি হয়। এর একপর্যায়ে শাহিন হাজারী, তার স্ত্রী ও বোনসহ ৫/৬ জনে মিলে গৃহবধু কোহিনূর বেগমকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুতর জখম করে।
গৃহবধূ কোহিনূরের ডাক চিৎকারে প্রতিবেশী চান্দু মোল্লার স্ত্রী এগিয়ে আসলে ৫০ বছরের আলোতারা বেগমকে বেদরক মারধর করে শাহীন হাজারী। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহত কহিনুরের পরিবার। অভিযোগ রয়েছে এই শাহিন এর আগে ও একাধিকবার এই গৃহবধূকে মারধর করে। কিন্তু শাহিনের অত্যাচারের বয়ে কারো কাছে বিচার চাইতে সাহস পায়নি।
এমনকি শাহিন হাজারী একের পর এক অপরাধ করে পার পেয়ে যাওয়ায় তার অপরাধের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। তাঁর নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। অভিযুক্ত শাহিনের ব্যবহৃত মোবাইলটি বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয় মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবিদুর রহমান জানান এই ঘটনায় কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply