বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
মোঃ ইব্রাহীম, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ দূর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১ টায় সরকারী পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মেহেন্দিগঞ্জ স্টেশন অফিসার মোঃ আবুল কালাম মোল্লার নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে তার কয়েকটি মহড়ার আয়োজন করা হয়। এ সময় আয়োজিত জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযূস চন্দ্র দে ‘র সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বয়াতি ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহারিন আফরোজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply