শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সলদি গ্রামের এক নারীকে ধর্ষণ চেষ্টাকালে সালাউদ্দিন সালা নামের ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। পয়ত্রিশোর্ধ্ব ওই ব্যক্তিকে পরে থানা পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকের এই ঘটনায় আহত সালাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সলদি গ্রামের জলিল ঢালীর ছেলে সালাউদ্দিন সালার নামে পুলিশ মারধরসহ অন্তত ১০টি বেশি মামলা চলমান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সালা বাড়ির অদূরে একই গ্রামের এক নারীর বাসার দরজা খুলে ভেতরে প্রবেশ করে তাকে চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় নারীর ডাকচিৎকার শুনতে পেয়ে প্রতিবেশিরা ছুটে এসে সালাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে থানায় খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, যুবককে জনতা পিটুনি দিয়ে হাত-পা বেঁধে তাদের খবর দেয়। পরবর্তীতে সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান জানান, ঘটনার পরে নারীকেও পুলিশ নিয়ে আসে। এই ঘটনায় একটি ধর্ষণচেষ্টা মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply