বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জে ৩ পিচ ইয়াবা সহ হাসনাইন নামের এক যুবকে আটক করেছে পুলিশ। এ সময় ওই যুবক নিজেকে রাবের সোর্স বলে দাবি করেন।
বৃহস্পতিবার দুপুর আনুমানিক দের টার দিকে পৌরসভার চরহোগলা নতুন গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা সহ তাকে আটক করেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
স্থানীয়রা জানান হাসনাঈন এর আগেও জ্বাল টাকা সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন।
আটকৃত হাসনাঈন মেহেন্দিগঞ্জ পৌরসভার পাতার হাট বাজারের পান বিক্রেতা ও অম্বিকাপুর গ্রামের বাসিন্দা মোঃ আবুল কাশেম লাহড়ীর ছেলে।
আটক যুবকের দাবি সে চরহোগলা ১ নং ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ বাঘার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে। রিয়াজ বাঘা চরহোগলার সাবেক ইউপি সদস্য ফখরুল হত্যা মামলার আসামি এবং চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী।
ইয়াবা সহ আটকের সত্যতা স্বীকার করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান মেহেন্দিগঞ্জ থানার এস আই ইয়াদুল।
Leave a Reply