রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জে দূর্গাপুজা ও উপজেলা নির্বাচনের ডিউটিতে আনসার সদস্য নিয়োগে উপজেলা আনসার বিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আনসার সদস্য গণমাধ্যমকে জানান, দূর্গাপুজা ও উপজেলা নির্বাচনের ডিউটিতে যাদেরকে নেওয়া হয়েছে তাদের প্রত্যেকের কাছ থেকে ৫শ টাকা করে ঘুষ গ্রহণ করেছে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ বেগম ও সহকারী রাসেল হোসেন। যারা ৫শ টাকা করে দিতে অপারগতা প্রকাশ করেছে তাদেরকে তাদের দল সহ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ৫শ টাকা করে না দেওয়ায় ৪০/৫০ বছর বয়সী যুবকদেরকে তালিকা থেকে বাদ দিয়ে উৎকোচ গ্রহণের মাধ্যমে ৭০ বছর বয়সী অনেক সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। ৭০ বছর বয়সী জলিল মাঝি সাংবাদিকদের জানান, পূজার ডিউটি করতে অফিসে ৫শ টাকা দিয়েছে। নির্বাচনী ডিউটি করতেও ৫শ টাকা দিতে হবে বলে অফিস থেকে জানিয়েছে।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মনোজ দেবনাথ জানান, পূজা মন্ডপে আনসার নিয়োগের বেলায় স্থানীয়দের নিয়োগ দিতে বলেছিলাম। কিন্তু আনসার ভিডিপি কর্মকর্তা ৫শ টাকা করে হাতিয়ে নিয়ে দূর-দূরান্ত থেকে লোকদের এনে মন্দিরে পূজা ডিউটি করিয়েছে। স্থানীয়দের বাদ দিয়ে দূরের লোক দিয়ে মন্দিরে ডিউটি করায় প্রত্যেক মন্দির কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন প্রকার ভোগান্তিতে পরতে হয়েছে।
এবিষয়ে উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন কর্মকর্মা মমতাজ বেগম এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আমি কারো কাছ থেকে উৎকোচ গ্রহণ করিনি। কেহ বলার থাকলে আমার কাছে এসে বলবে।
Leave a Reply