বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ সমিতির উদ্যােগে উপজেলার ৪৫টি হেফজখানা ও এতিমখানা এবং শতাধিক অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় । গত ২দিন ব্যাপী সংস্থাটির নিজ উদ্যোগে ৭শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুমন, সহ-সভাপতি খন্দকার আব্দুল হামিদ দিপু, সাংগঠনিক সম্পাদক জাফর সাদিক বিপ্লব, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, আপ্যায়ন সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, সদস্য সাঈদ আল শাহিন, মোখলেসুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও সমিতির নেতৃবৃন্দ মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং ভাঙ্গনরোধে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বেসরকারী উন্নয়ন সংস্থা ঢাকাস্থ- মেহেন্দিগঞ্জ সমিতির নিজ তহবিল থেকে হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণসহ মানব সেবায় বহুমুখী কাজ করে যাচ্ছেন। শীতার্ত মানুষের পাশে দাড়িয়ে মানবতার দৃষ্টান্ত দেখালেন।
সমিতির নেতৃবৃন্দ বলেন এই শীতে সুবিধাবঞ্চিত মানুষগুলো কষ্ট করছে একটু গরম কাপড়ের জন্য। তাদের জন্য কিছু করার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
Leave a Reply