বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ উপজেলায় সামাজিক দুরুত্ব বজায় রেখে সমাজসেবা অধিদপ্তরের আওতায় এসিড দগ্ধ ও শারীরিক প্রতিবন্ধী পাঁচ জন ব্যক্তির মাঝে সুদমুক্ত ঋন বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১০ টায় মেহেন্দিগঞ্জ উপজেলায় এই ঋন বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে জন প্রতি নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা হারে মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা প্রদান করা হয়।
এ ছাড়াও গ্রামীণ অসহায় দুস্থ মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে মাতৃকেন্দ্র ক্ষুদ্র ঋণ হিসাবে বিভিন্ন উপকারভোগীর মাঝে মোট ১০,০০০ (দশ হাজার) টাকা ও ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে বিতরণ করা হয়।
করোনার এই দূর্যোগের সময় ১১,৫০,০০০ (এগারো লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উপকারভোগী পরিবারগুলোর মাঝে এক নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আয়শার স্বামী এই অর্থ দিয়ে অটো কিনবে মর্মে আয়েশা তাঁর স্বপ্নের কথা ব্যক্ত করেন৷ এছাড়া অন্যদের মধ্যে কেউ গাভী পালন করবেন; প্রতিবন্ধী একজন আবার টি-স্টল দিবেন; কেউবা মাছ চাষ করবেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন৷
উক্ত সুদমুক্ত ঋন প্রদান অমুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান।
এছাড়া এ সময় স্থানীয় সংবাদকর্মীসহ অন্যান্য দপ্তরের দু’একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply