রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জ জাঙ্গালিয়া ইউনিয়ন চরশেফালি গুচ্ছ গ্রামের নতুন নির্মানাধীন ৫০টি ঘর জবর দখল করে নিয়েছে প্রভাবশালীরা। অনুসন্ধানে জানা গেছে, ২০১৮-১৯ অর্থ বছরে চরশেফালি গুচ্ছ গ্রাম-১ এর জন্য ৫০টি গৃহ নির্মানের কাজ শুরু করেণ উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়। ঘর নির্মানের কাজ শেষ হওয়ার আগেই বুধবার দিবাগত রাতে স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে ঘরের কাজ অসমাপ্ত অবস্থায় সব ঘরগুলো দখল করে ঘর নির্মানের প্রায় ৬০ বান টিন লূট করে নিয়েছে। এবিষয়ে প্রশাসনের ভূমিকা নিরব।
এছাড়াও ঘর নির্মানে নিুমানের সামগ্রী ব্যবহার করা সহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আল-আমিন চৌকিদার, শিল্পী বেগম, মাসুদ সিকদার, পারভীন বেগম, জানু বেগম গণমাধ্যমকে জানান, ঘর দেওয়ার কথা বলে ১টি প্রভাবশালী মহল প্রতি পরিবারের কাছ থেকে ২০ হাজার টাকা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। টাকা দেওয়ার পরে তারা জানতে পারে তাদেরকে ঘর দেওয়া হবে না। তাই তারা রাতে ঘর দখল করতে বাধ্য হয়েছে বলে জানান তারা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নেতা গণমাধ্যমকে জানান, শিন্নিরচর এলাকার প্রভাবশালী নেতা মুসা বয়াতী ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মালের নেতৃত্বে গুচ্ছ গ্রামের ঘর দখল করা হয়েছে।
এবিষয়ে জাঙ্গালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী জানান, ঘর নির্মানের কাজ শেষ হওয়ার আগেই প্রভাবশালী মহল গুচ্ছ গ্রামের সরকারি ঘর দখল করে নিয়েছে। তিনি আরো বলেন, যাদের ঘর নাই এবং যারা প্রকৃত ঘর পাওয়ার উপযোগী তাদেরকে গুচ্ছ গ্রামে ঘর দেওয়ার জন্য তালিকা তৈরি করেছি। কিন্তু প্রভাবশালীরা টাকা খেয়ে রাতের অন্ধকারে জোরপূর্বক ঘরগুলো দখল করে নিয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় জানান, গুচ্ছ গ্রামের ঘর নির্মানের কাজ শেষ হওয়ার আগেই একটি প্রভাবশালী মহল রাতের অন্ধকারে লোকজন দিয়ে ঘর দখল করেছে এবং ঘর নির্মানের প্রায় ৬০ বান টিন লূট করে নিয়েছে। আমি এবং পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে ঘর দখল করা সকল পরিবারকে ঘর ছেড়ে দেওয়ার জন্য বলেছি, কিন্তু তারা কোন কথা শুনেননি।
Leave a Reply