শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ নির্বাচনের চার দিন পূর্বে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে।
রোববার বিকেলে নির্বাচন কমিশন এক নির্বাহী আদেশে এই স্থগিতের নির্দেশ দেয়া হয়।
নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা- ২) আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, উলানিয়া ইউনিয়ন বিভক্ত করে উত্তর ও দক্ষিণ উলানিয়া নামক দু’টি পৃথক ইউনিয়ন গঠন করা নিয়ে উচ্চদালতে রিট চলমান। ওই রিট নিস্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন স্থগিতের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুস কান্তি দে বলেন, রাত সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশনের চিঠি পেয়েছি। প্রধান নির্বাচন কমিশনার তার নির্বাহী আদেশে নির্বাচন স্থগিত করেছেন বলে চিঠিতে উল্লেখ রয়েছে।
সম্প্রতি উলানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালু সিকদারের ইউনিয়ন পরিষদ বিভক্তিকরণ বিষয়ে রিট করেন। ওই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর এ দু’টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্ধারিত তারিখ ছিল। এ লক্ষ্যে চেয়ারম্যান এবং মেম্বর প্রার্থীরাও সেভাবে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।
Leave a Reply