বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ ’মুজিববর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার’ প্রতিপাদ্য কে সামনে রেখে মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী গণ পাঠাগার ওসমাজ কল্যান সংস্থার উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার বিকালে মেহেন্দিগঞ্জ গণ পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও বই প্রদর্শনীর আয়োজন করেন।
র্যালিটি চানপুর ইউনিয়নের পাটনিগাটা বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পূর্ণরায় পাঠাগারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় মেহেন্দিগঞ্জ বি আর ডিবির সাবেক চেয়ারম্যান কাওছার আহম্মেদ মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তি যোদ্ধা কল্যান পুর্নবাসন সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা এম এ আঃ রাজ্জাক, বিশেষ অতিথি বাংলাদেশ মুক্তি যোদ্ধা কল্যান পুর্নবাসন সোসাইটির সাংগঠনিক সম্পাদক বাবু লাল দেবনাথ,
মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ ইব্রাহীম মুন্সী, মেহেন্দিগঞ্জ গণপাঠাগারের সভাপতি মোঃ বেল্লাল হোসেন হাং, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক বিপ্লব, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির,সাংস্কৃতিক সম্পাদক বজলুর রশীদ হাং, সদস্য আলাউদ্দিন সিকদার, উত্তর চরখাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফিরোজুল ইসলাম,চানপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন রাড়ী।
এ ছাড়াও পাটনিগটা বাজারের ব্যবসায়ীবৃন্দ, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ পাঠাগার এবং সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ইব্রাহিম বকশী।
Leave a Reply