শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জের উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নের ইউপি পরিষদ নির্বাচনে নৌকায় ভোট চাইলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোহাম্মদ ইউনুস।
শনিবার সকাল ১১টায় উত্তর উলানিয়া ইউনিয়নের উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আ’লীগের মহান বিজয় দিবস উৎযাপন কমিটির উদ্যোগে এবং বিকাল সাড়ে ৩টায় দক্ষিন উলানিয়া ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী কাজী আব্দুল হালিম চৌধুরী মিলন’র উঠান বৈঠকে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আরো বলেন, উলানিয়ার বহুল প্রত্যাশিত এ নির্বাচন সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী, দূর্নীতিবাজ ও ভূমিখেকোদের বিরুদ্ধে ।
আর এ নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোন প্রকার সহিংসতা করার চেষ্টা করলে জেলা আওয়ামীলীগ শক্তহাতে তা প্রতিহত করবে। তিনি আরো বলেন,যে বা যাহারা দলীয় পদ পদবি ব্যবহার করে এখনো নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন,তাদেরকে দল থেকে বহিষ্কারের হুশিয়ারি দেন।
নির্বাচনটি অবাধ নিরপেক্ষ করার জন্য প্রশাসনের প্রতি তিনি আহবান জানান। উত্তর উলানিয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মাষ্টার আবুল কাশেম বাবুল এবং দক্ষিন উলানিয়ায় সৈয়দ মোঃ মনিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আফজালুল করিম, বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ মুনসুর আহমেদ, অধ্যপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাব আহমেদ, এ্যাডঃ মজিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী নাঈমুল হোসেন লিটু, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এ্যাডঃ কাইয়ুম খান কায়সার, মেহেন্দিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দীন খান, সাবেক ছাত্রলীগ নেতা তারিক বিন ইসলাম, বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আঃ জব্বার কানন,
কাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ’র সিনিয়র সহ-সভাপতি আঃ রহিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুহুল আমীন রুহুল, উত্তর- উলানিয়া নৌকার প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্লা, দক্ষিন উলানিয়া নৌকার প্রার্থী কাজী আবদুল হালিম মিলন চৌধূরী, কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকিব, ছাত্রলীগ সভাপতি নিরব হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকসহ মেহেন্দিগঞ্জ উপজেলা ও স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ।
নৌকার প্রার্থীর পক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসায় সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে আসেন নেতাকর্মীরা।
Leave a Reply