রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক॥ মেহেন্দিগঞ্জের উলানিয়ায় ২টি ইউপি নির্বাচনে ভোট গ্রহনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠেছে নৌকা বনাম বিদ্রোহী প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে। ভোটের মাঠে আদিপত্ত্য বিস্তার করতে নৌকার বিদ্রোহী প্রার্থীদের পক্ষে স্থানীয় এমপি পংকজ নাথ’র অনুসারী বহিরাগত দুষ্কৃতকারীরা।
আর তাদের প্রতিহত করতে লড়ছেন নৌকার কর্মী সমর্থকরা। উত্তর উলানিয়া ঘোড়া মার্কার প্রার্থী নুরুল ইসলাম মিঠু চৌধুরী ও দক্ষিণ উলানিয়া আনারস মার্কার রুমা বেগম প্রার্থীর পক্ষে বহিরাগত পংকজ নাথ’র অনুসারীরা প্রতিদিনের ন্যায় আজ বুধবার নির্বাচনী এলাকায় গিয়ে নৌকার কর্মীদের বাড়ি ঘরে হামলা করতে গেলে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায় এলাকাবাসী এক হয়ে তাদে ধাওয়া করেন।
এসময় স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা জানান এদিন নৌকার কর্মীদের বাড়িতে তান্ডব চালিয়ে উত্তর উলানিয়া বাজারে নৌকার প্রার্থীর অফিসের সামনে গিয়ে অফিস ভাংচুর করতে যায় বহিরাগত পংকজ নাথ এমপির অনুসারীরা।
এ সময় স্থানীয় নৌকার কর্মী সমর্থকদের তীব্র প্রতিরোধের মুখে পিছু হঠেন। আজ বুধবার দুপুর আনুমানিক ১২টার সময় ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা।
এই ঘটনায় গণধোলাইয়ের শিকার হয়েছে বহিরাগত পংকজ নাথ’র অনুসারী মেহেন্দিগঞ্জ উপজেলা শ্রমিক লীগ’র সভাপতি কাউন্সিলর মনির জমদ্দার, সদ্য বিলুপ্ত উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সোহেল পাটোয়ারী, ভুট্ট, জব্বার, ইউনুস বাঘা, গোবিন্দপুর ইউনিয়নের জাহাঙ্গীর মাঝী, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি কাজী সামছুল আলম, জয়নাল আবেদিনসহ আরো কয়েকজন। অপর দিকে নৌকার প্রার্থী জামাল মোল্লার আহত হন ছাত্রলীগ নেতা শাহাদাৎ নামের এক কর্মী।
কেউ কেউ বলছেন প্রথম ঘটনার সুত্রপাত হর্ণি গ্রামের মতলব দেওয়ানের বাড়ির সামনে। এ ঘটনায় নৌকার প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্লা বলেন পংকজ নাথের অনুসারী বহিরাগত কাউন্সিলর মনির জম্মদার এর নেতৃত্বে ১০/১২ এসে নৌকার সমার্থকদের উর হামলা চালায় । নৌকার বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম মিঠু চৌধুরী সাথে যোগাযোগ করা হলে সে ব্যস্ত থাকায় কথা বলা সম্ভব হয়নি ।
মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবিদুর রহমান দুই পক্ষ্যের সংঘর্সের ঘটনা ঘটেছে বলে জানান । অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান এর মুটোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন না ধরায় যোগাযোগ করা সম্ভব হয়নি ।
Leave a Reply