রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুমিল্লার হোমনায় মেরে ফেলার ভয় দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ৪ যুবককে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। গণধর্ষণ ঘটনার ১০ দিন পর অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করে হোমনা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- একই গ্রামের মো. হাসান, মো. রাসেল, মো. ইউসুফ প্রকাশ বাদশা ও মো. সোহাগ মিয়া।
এর আগে গত ২৯ ডিসেম্বর উপজেলার আসাদপুর ইউনিয়নের চারকুড়িয়া গ্রামে ভিকটিমের বাড়িতে গভীর রাতে এ ঘটনা ঘটে। চারজনকে আসামি করে শনিবার হোমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী মো. শফিক।
স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম এবং তার স্বামী দুজনেই বুদ্ধি প্রতিবন্ধী। তাদের সংসারে আড়াই বছর এবং এক বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। ২৯ ডিসেম্বর রাত ২টার দিকে আসামিরা কৌশলে ঘরে ঢুকে ওই বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে এবং স্বামীকে মেরে ফেলার হুমকি দিয়ে সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করে। স্বামী-স্ত্রী দুজনেই বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় আসামি হাসান এর আগেও কয়েকবার ওই নারীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে পুলিশের কাছে।
Leave a Reply