সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী গাজী হাদীউজ্জামান জিবিএস (GBS) ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হাদী আবারও বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে ফিরে আসার করুণ আকুতি জানিয়ে বলেন, ‘সমাজের সকলের দোয়া ও সহযোগিতা পেলে ববির সবুজ ক্যাম্পাসে ফিরে যেতে পারবো।’
বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট বাঁধনের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী হাদীউজজ্জামান ঢাকার নিউরো সাইন্স হাসপাতাল (Neuroscience Hospital) এ চিকিৎসাধীন রয়েছেন। ভাইরাসের ইনফেকশনে শরীরের নিম্ন অংশ থেকে প্যারালাইজড হয়ে ধীরে ধীরে সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় তার শরীরের রক্ত পরিবর্তন করতে হবে। ১৬ ব্যাগ ও নেগেটিভ (O-) রক্ত প্রয়োজন ছিলো, যা ম্যানেজও হয়েছিল। কিন্তু তাঁর শরীরে অ্যাজমা, এলার্জি জনিত সমস্যা ও কিডনি ইনফেকশনের কারণে দায়িত্বরত ডাক্তার শুক্রবার সকাল ১১টায় জানান তাঁর শরীরের রক্ত পরিবর্তন সম্ভব নয়।
এমতাবস্থায় একমাত্র উপায় হলো ভ্যাকসিন। ৫ দিনে মোট ৫ টি ভ্যাকসিন দিতে হবে। যার প্রতিটির ১ লক্ষ ৪৮ হাজার ৩০০ টাকা। সর্বমোট প্রায় সাড়ে ৭ লক্ষ টাকার প্রয়োজন। যার সম্পূর্ণ ব্যয়ভার তাঁর পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।
গাজী হাদীউজজ্জামানের বাবা আড়াই বছর বয়সে মারা যাওয়ায় হাদীউজ্জামানের পরিবার অসচ্ছল হয়ে আত্মীয়দের উপর নির্ভরশীল হয়ে পরে। আত্মীয়দের সহায়তায় লেখাপড়া করে সে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এমতাবস্থায়, তাঁর অসচ্ছল পরিবারের পক্ষে এত টাকা বহন করা সম্ভব নয়।
হাদীউজ্জামানের পরিচয় ও কিছু কথা :
গাজী হাদীউজজ্জামান একজন পুরাদস্তুর পরার্থপর মানুষ। মানুষের সেবাই তার ব্রত। বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয়ের হয়ে তিনি শুরু থেকেই শত শত মুমূর্ষু রোগীকে রক্ত সংগ্রহ করে দিয়ে বেঁচে থাকতে সহায়তা করেছে। নিজেও রক্তদান করেছেন।
এছাড়াও বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম, নিজের এলাকায় প্রথমবারের মত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, অসচ্ছল মানুষদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ, শীতার্তদের শীতের পোশাক বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে যুক্ত ছিলেন।
আজ তাঁর জীবনের ক্রান্তিকালে আমরাই তার পাশে দাঁড়াবো। এরকম একজন হাদীউজ্জামানের সুস্থ হয়ে ওঠা ও বেঁচে থাকা আমাদের দেশের জন্য দরকার। মানব সভ্যতার জটিল প্রক্রিয়া যেখানে মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক, স্বার্থান্ধ হয়ে পড়েছে সেখানে একজন হাদীউজ্জামানের হারিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি। আপনি, আমি, আমরা সবাই মিলে হাতে হাত রেখে একজন হাদীউজ্জামানের পাশে দাঁড়াই।
আর্থিক সাহায্যের জন্য :
১। বাকী বিল্লাহ : 01980752106 (বিকাশ
২। ছাকিব : 01622425606 (বিকাশ)
৩। তাহসিনা : 017090142949 (রকেট)
৪। সানজিদা : 015152818893 (রকেট)
যোগাযোগ :
১। আনোয়ার (রোগীর মামা) : 01716-971053
২। মেরিনা : +8801641463039
৩। তৌফিক ওমর : +8801706944677
৪। বাহউদ্দিন আবির : +8801837941538
৫। সাগর আহমেদ : +880 1762-103403
৬। মাহমুদ অর্ক্য : +8801777047979
৭। ফারজানা ফেরদৌস : +8801701736125
৮। মুজাহিদ তিমু : +88001771933271
৯। ওয়াহিদুল ইসলাম : +880 1949229519
Leave a Reply