মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরধরে যুবকের উপর অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।
হাসপাতালে ভর্তি আহত সুত্রে জানাগেছে, উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিন পূর্ব কাজিরচর গ্রামের ৪নং ওয়ার্ডের মৃত রফিকুল ইসলামের পুত্র মজিবুল হক রাকিবের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে একই বাড়ীর খলিলুর রহমানের সাথে।
এরই জেরধরে গতকাল শনিবার বিকাল ৫টার দিকে রাকিব ঘর থেকে বাহিরে বেরহলে পূর্বপরিকল্পিত ভাবে ওৎপেতে থাকা খলিলুর রহমান, তার পুত্র আঃ রহমান ও তার মেয়ে জামাতা সাব্বির মাষ্টর সহ একদল সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়, একপর্যায়ে রাকিব প্রান রক্ষায় ঘরের ভিতরে প্রবেশ করলে সেখানে গিয়েও তাকে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।
আহত রাকিবের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন আহতের স্বজনরা।
Leave a Reply