বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধি॥ মুলাদীতে জমি বিরোধের জেরধরে দুইজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
আজশনিবার সকাল ৭টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন চরলক্ষ্মীপুর গ্রামের আঃ শুক্কুর মোল্লার ছেলে নাইম মোল্লা ও এনামুল মোল্লা। ওই গ্রামের মৃত মোবারক কাজীর ছেলে মহাসিন কাজী ও জুয়েল কাজী এবং তাদের লোকজন এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শুক্কুর মোল্লা।
এই ঘটনায় তিনি বাদী হয়ে মুলাদী থানায় অভিযোগ দিয়েছেন। আঃ শুক্কুর মোল্লা জানান, দীর্ঘ দিন ধরে মহাসিন কাজী ও তার লোকজনের সাথে তাদের বিরোধ চলে আসছে। জমি বিরোধের জেরধরে তারা বিভিন্ন সময় মারধরের হুমকি দিয়ে আসছিলো। কিছুদিন আগে শুক্কুর মোল্লা বিরোধীয় জমিতে ধান চাষ করেন। গত ১ অক্টোবর বিকেলে মহাসিন কাজী ও তার লোকজন সেই ধানের বীজ তুলে ফেলে।
এনিয়ে তাদের মধ্যে কথার কাটাকাটি হয়। শনিবার সকালে নাইম কাজী ব্যবসায়িক মালামাল ক্রয়ের জন্য বাড়ি থেকে টরকি বন্দরে রওয়ানা দেন। সকাল ৭টার দিকে চরলক্ষ্মীপুর কাজী বাড়ির সামনে পৌছলে মহাসিন কাজী, জুয়েল কাজী ও রানী বেগম তাঁর পথরোধ করে কুপিয়ে ও পিটিয়ে মারাতœক জখম করে। এসময় তার ভাই এনামুল তাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাকেও পিটিয়ে আহত করে। পরে আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় আঃ শুক্কুর মোল্লা বাদী হয়ে শনিবার দুপুরে মহাসিন কাজীসহ তিনজনকে আসামী করে মুলাদী থানায় অভিযোগ দিয়েছেন।
এব্যাপারে মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, ৯৯৯ এ ফোনের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এই বিষয়ে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply