সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধি॥ বরিশালের মুলাদী পৌরসভার ৩নং ওয়ার্ডের ভূঁইয়া পরিবারের দুই ভাই বোন মোঃ রাফিউর রহমান ভূঁইয়া সিরাত ও মোসাঃ ফারিহা আফরিন এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে।
মোঃ রাফিউর রহমান মুলাদী সরকারী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫, পিএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫, ট্যালেন্টপুলে বৃত্তি ও মেধা তালিকায় উপজেলার মধ্যে তৃতীয়, জিএসসি পরীক্ষায় জিপিএ-৫, বৃত্তি লাভ ও এসএসসিতে এ-গ্রেড পেয়েছে। তার পিতা মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল মুলাদী ফেয়ার ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা, দৈনিক নয়া দিগন্তের মুলাদী উপজেলা প্রতিনিধি, মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নিরাপদ সড়ক চাই মুলাদী উপজেলার সদস্য সচিব। মাতা আয়শা সিদ্দিকা মনি একজন আদর্শ গৃহিণী।
মোসাঃ ফারিহা আফরিন উত্তরা হাইস্কুল এ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫, পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও এসএসসিতে এগ্রেড পেয়েছে। তার পিতা মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। মাতা সুফিয়া বেগম আদর্শ গৃহিণী। তাদের ভালো ফলাফলের জন্য কলেজের শিক্ষকবৃন্দের দোয়া ও সহযোগীতা রয়েছে। তারা ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হতে পারে এজন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
Leave a Reply