মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেংগুটিয়া গ্রামে যুবসমাজের উদ্যোগে মুজিব শতবর্ষের উপলক্ষে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২০-খেলার প্রতিযোগিতা চেংগুটিয়া বাজার ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত হয়, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার, সাংবাদিক দল সহ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহন করেন, গতকাল মঙ্গলবার রাত ৮,৩০ মিনিট সময় ফাইনালে প্রতিযোগিতা করেন ধানডোবা সাদ্দাম বাজার ফয়সাল একাদশ দল এক শূন্য গেমে চ্যাম্পিয়ন হয় ,রার্নার আপ হয় আগৈলঝাড়ার জসিম এর দল,
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন,চেংগুটিয়ার সমাজ সেবক হাজ্বী মোঃ মহশিন তালুকদার, জি এম ফারুক হাওলাদার, আগৈলঝাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল তালুকদার, রাজিহার ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাকির তালুকদার, সাংবাদিক আতাউর রহমান চঞ্চল, খেলা আয়োজন ও পরিচালনা করেন মোঃ রোমান তালুকদার,রেজাউল ঘরামি,দুলাল ডালী,রিমন,অনিক, সায়েদ,রুসাদ, নাদিম,প্রমূখ এছাড়া খেলায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে বিশেষ পুরষ্কার হিসেবে ক্রেস্ট উপহার ও অর্থ প্রধান করা হয়।
Leave a Reply