মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন Latest Update News of Bangladesh

রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন

মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন

মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ যাচাই-বাছাইয়ের নামে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দুই মুক্তিযোদ্ধা। আজ শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাসদ জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী এবং খান আলতাফ হেসেন ভুলু। লিখিত বক্তব্যে তারা বলেন- ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) যৌথভাবে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু করে।

 

 

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- যে সকল গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম লাল বই, মুক্তিবার্তা, ভারতীয় তালিকা বা মন্ত্রণালয় ঘোষিত ৩৩টি প্রমাণকের একটিতেও থাকবে তারা এই যাচাই-বাছাই কার্যক্রমের অর্ন্তভুক্ত হবে না। অথচ ঘোষিত প্রমাণকে নাম থাকা সত্ত্বেও বরিশালের অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল তালিকা থেকে বাদ দিয়ে জামুকা কর্তৃক প্রকাশিত যাচাই-বাছাই তালিকায় অর্ন্তভুক্ত করা হয়েছে। যা মুক্তিযোদ্ধাদের জন্য অত্যন্ত অপমানজনক ও বিব্রতকর।

 

 

আরও বলেন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশ করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। তাতেই প্রমাণ হয় যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় উদাসীন আর অবহেলায় এই তালিকা প্রকাশ করে। একই ধারাবাহিকতায় চক্রান্ত ও পরিকল্পিতভাবে জামুকার যাচাই-বাছাই তালিকায় ৫ নম্বরে অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী, ২৬ নম্বরে খান আলতাফ হোসেনের নাম প্রকাশ করা হয়। অথচ তাদের মুক্তিযোদ্ধা তথ্য সংবলিত লাল বইতে তপন কুমার চক্রবর্তী (ক্রমিক নং ০৬০১০১০১০৮ ও মুক্তিবার্তায় খান আলতাফ হোসেনের ক্রমিক নম্বর ০৬০১০১১০৭৫) নাম রয়েছে।

 

 

এছাড়াও মুক্তিযোদ্ধার বেসামরিক গেজেটে নাম ও তাদের সাময়িক সনদ রয়েছে । সংবাদ সম্মেলনে বরিশাল জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন রুম্মন ও সদস্য সচিব মনিষা চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD