সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: তুচ্ছ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছেন।বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় মওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।সংঘর্ষের সময় হল দুটির ছাত্রলীগ কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা পিস্তল, রামদা, হকিস্টিক, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া দেন। দুই গ্রুপের মধ্যে অন্তত ১৫ রাউন্ড গুলি বিনিময়ও হয়।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার সময় আশুলিয়া থানার ওসি রিয়াজুল হক দিপু ছুড়ে মারা ইটের খোয়া পায়ে লেগে আঘাত পেয়ে আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, মিষ্টি খাওয়া নিয়ে দুই হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং গায়ে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে হল দুটির ছাত্রলীগ কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা বটতলায় একত্র হলে সংঘর্ষে শুরু হয়।
দুপুর তিনটার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই হলের শিক্ষার্থীদের অবস্থানে উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র বিশ্ববিদ্যালয়
Leave a Reply