শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশালে মা ও নার্সিং পড়ুয়া বোনের বকা শুনে বিষাক্ত দ্রব্য খেয়ে আত্মহত্যা করেছে মুনিয়া আক্তার (১৭) নামের এক কিশোরী। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। আত্মহননকারী মুনিয়া বরিশালের বাবুগঞ্জ উপজেলার মধ্য ভূতেরদিয়া গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছোট মেয়ে।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, ‘মুনিয়ার বাবা নেই। মা ও বোনের কাছেই বড় হয়েছে। ওর বড় বোন বরিশালে নার্সিং কলেজের ছাত্রী। প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে মুনিয়াকে তার মা ও বোন বকাঝকা করে।
এতে মা-বোনের সাথে অভিমান করে চালের পোকানাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর দেড়টায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এর ৪৫ মিনিটের মাথায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে মুনিয়ার আত্মহত্যার ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়। কিন্তু মুনিয়ার বোন নার্সিং কলেজ ছাত্রী ময়না তদন্ত ঠেকাতে তার সহপাঠিদের নিয়ে কোতয়ালী মডেল থানা চত্ত্বরে জড়ো হয়।
Leave a Reply