সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: খাগড়াছড়ির রামগড় খাগড়াবিল নোয়াপাড়ার ৮ম শ্রেণির এক ছাত্রীকে মায়ের সহযোগিতায় তার বাবার একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রী রামগড় থানায় একটি মামলাও দায়ের করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে এলাকাবাসী মা ও মেয়েকে থানায় নিয়ে আসেন। সেখানে মেয়েটি জানায়, তার পিতা একাধিকবার তাকে ধর্ষণ করেছেন। এ সময় মেয়েটি তার মাকেও দায়ী করে জানায়, সবকিছু জানার পরও তার মা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। বিষয়টি যেন কাউকে না বলে তার জন্য তাকে শাসানোও হয়।
এদিকে ওই মেয়েটি সর্বশেষ ১২ জুলাই রাতে আরো একবার ধর্ষণের শিকার হয়। পরে ঘটনাটি মেয়ের চাচা ওমর ফারুক জানতে পেরে স্থানীয় মেম্বার আবদুল হান্নানের সহযোগিতায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে মা-মেয়েসহ থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনির হোসেন জানান, মা ও মেয়েকে আলাদা ও একই সঙ্গে জিজ্ঞাসা করে একই ধরনের বক্তব্য পাওয়া গেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
Leave a Reply