সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
মোঃমাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি //তথ্য গোপন করে নিন্ম আদালতে ওসি’র বিরুদ্ধে মামলা দায়ের করেছে একটি প্রভাবশালী মহল।বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরলে এনিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। জমিজমা নিয়ে ওই চক্রের দায়ের করা মামলার প্রধান আসামি করা হয়েছে জেলার গৌরনদী মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ারকে। এছাড়া তার স্ত্রী মৌসুমী আক্তারসহ আরও দুইজনকে আসামি করা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, মামলাবাজদের টার্গেট অবৈধভাবে জমি দখল করা।সেই কৌশল হিসেবে ওসি গোলাম সরোয়ারকে হয়রানী করার জন্য এ মামলা দায়ের করা হয়েছে।সূত্রমতে, মহানগরীর বিমান বন্দর থানা বাসিন্দা জনৈক বিধান চন্দ্র তাপসের পৈত্রিক সম্পত্তি ক্রয় করেন ওসি সরোয়ার দম্পত্তি।তাপস জমি বিক্রি করার পর একটি প্রভাবশালীন ভূমিদস্যু মহল তাপসের সম্পত্তি দখলের ব্যর্থ হয়ে বরিশাল যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করেন (যার নং ১৮-২০১৮)।
জনৈক মিজানুর রহমান গংদের দায়ের করা মামলার দীর্ঘ শুনানী শেষে আদালতের বিচারক মোঃ আল-আমিন মাতুব্বর চলতি বছরের ২০ জানুয়ারি মামলাটি খারিজ করে দেয়। ফলে ওই জমির বৈধ মালিক হন ওসি সরোয়ার দম্পত্তি। একই জমির মালিকানা দাবি করে বিমান বন্দর থানার প্রতাবপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দিন মল্লিক খোকনের স্ত্রী হোসনেয়ারা বেগম গত ২৭ ফেব্রুয়ারী বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে ওসি সরোয়ারসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ওসি গোলাম সরোয়ার বলেন, আমি জমি ক্রয় করার পর একটি প্রতারক চক্র মামলা দিয়ে আমাকে হয়রানী ও সম্মানহানী করার চেষ্টা করেছিলো। আমার দখলে থাকা ওই জমির মালিকানা দাবি করে প্রথমে মিজানুর রহমান মামলা দায়ের করেন। সেই মামলা খারিজ হওয়ায় আদালতের রায়ে আমি জমির বৈধ মালিক। এখন হোসনেয়ারা বেগম নামের এক নারী ওই জমির মালিকানা দাবি করে নিন্ম আদালতে তথ্য গোপন করে পূর্ণরায় আমার বিরুদ্ধে হয়ারনী মূলক মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আমিও আইনী পদক্ষেপ নেব।
উল্লেখ্য, ওই জমি দখলের জন্য প্রতারকচক্র একাধিকবার জাল দলিলসহ নানা প্রকার জালিয়াতি আশ্রয় নিয়ে ব্যর্থ হন। আদালতেও একাধিকবার মামলা করেও পরাজিত হয়েছে। অভিযোগ রয়েছে ওই চক্রটি রহমতপুর এলাকার বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত বিষয় নানাপ্রকার হয়রানী করে তাদের জমি হাতিয়ে নেয়ার
চেস্টা করেছে।
Leave a Reply