শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় মানুষের ব্যাগ কেটে চুরি ও যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়া সেই চোর ও ছিনতাইকারী সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সোয়া ১০টার দিকে ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার এআইজি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোহেল একজন মাদকসেবী। রাতের বেলা মাদক সেবন করে ফার্মগেট এবং কাওরান বাজার এলাকার ফুটওভার ব্রিজ ও রাস্তার পাশে ঘুমিয়ে থাকতো। আর দিনের বেলা সুযোগ বুঝে মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও ছিনতাই করতো। তার গ্রামের বাড়ি শরিয়তপুর। সে ঢাকা শহরে ভাসমান ব্যক্তি হিসেবে বসবাস করে আসছিল।
এর আগে সোমবার পত্রিকায় সোহেলের চুরি-ছিনতাইয়ের বিভিন্ন কলাকৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসা মাত্রই সোহেলকে ধরতে অভিযানে নামে পুলিশ। প্রতিবেদন প্রকাশের সাড়ে তিন ঘণ্টা পেরুনোর আগেই তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও ফার্মগেট, কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত মাদকসেবী ও ভাসমান অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply