শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
মামুন আহমেদ,বানারীপাড়া: মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বানারীপাড়া থানার পুলিশ কর্মকর্তা এএসঅাই জাহিদ হোসেন অত্যন্ত সুপরিচিত একটি নাম। তার মানবিকতার নানা কাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও প্রিন্ট মিডিয়ার কল্যাণে সারা দেশে ভাইরাল। এর জন্য বরিশাল জেলার শ্রেষ্ঠ এএসঅাই’র পুরস্কার পেয়েছেন ৪ বার। কবি কামিনী রায়ের ‘পরার্থে’ কবিতার “সকলের তরে সকলে অামরা” নীতি বাক্যকে হৃদয়ে ধারণ করেই তার পথ চলা।
পরের দুঃখ দেখলেই তার মন কেঁদে ওঠে। এগিয়ে যান কাছে এবং নিজের সামর্থ্যানুযায়ী চেষ্টা করেন তাদের দুঃখ লাঘবের। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডে চোর সন্দেহে রিয়াদ নামে অানুমানিক ১৬ বছর বয়েসী এক শিশুকে অাটক করে এলাকাবাসী। থানায় খবর দিলে এএসঅাই জাহিদ তাকে থানায় এনে তার জীবন বৃত্তান্ত জেনে নিশ্চিত হয় সে একজন পেশাদার টোকাই।
সে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার হাতিমারা গ্রামের মৃত জয়নাল খান ও সাবিনা ইয়াসমিনের ছেলে। দরিদ্রতার ছাপ তার চোখ,মুখ ও পোশাকে স্পষ্ট। পরনে ময়লা পোশাক, পায়ে নেই জুতা। কবে গোসল করেছে হয়তো ছেলেটি নিজেও জানে না।
মানবদরদী জাহিদ তাকে পুকুরে নিয়ে নিজ হাতে সাবান দিয়ে পরম মমতায় পরিপাটি করে গোসল করান এবং বানারীপাড়া বন্দর বাজার থেকে ট্রাউজার, টি-শার্ট ও স্যান্ডেল কিনে পরিয়ে দেন। এরপর হোটেল কাওসারে নিয়ে দুপুরের খাবার খাওয়ান। বিকালবেলা ছেলেটিকে বানারীপাড়া লঞ্চঘাট থেকে টিকিট কেটে হুলারহাট টু ঢাকাগামী এমভি ফারহান—৯ লঞ্চে উঠিয়ে দিয়ে মুন্সিগঞ্জের হাতিমারা তার নিজ বাড়িতে যেতে সাহায্য করেন।
Leave a Reply