রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির শরীরে যারা আগুন দেয় তাদের নিরাপদে পার করে দিতে মাদ্রাসার গেটে অবস্থান নেয় মহিউদ্দিন শাকিল। গ্রেপ্তার হওয়া শাকিল স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই তথ্য দিয়েছে।শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে আদালতের বিচারক ধ্রুব জ্যোতি পাল শাকিলকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।শাকিলকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে ফেনীর উকিলপাড়া এলাকা থেকে শাকিলকে আটক করা হয়। তার বাড়ি জেলার সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামে। ওই মামলায় পুলিশ ও পিবিআই এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে এজাহারভুক্ত পাঁচজনসহ আটজন আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম বলেন, ‘শাকিলকে গ্রেপ্তারের পর গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সে। ঘটনার সময় স্কুল গেইটে হামলাকারীদের নিরাপদে পার হয়ে যাওয়ার জন্য গেটে অবস্থান করছিল শাকিল।
Leave a Reply