শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক;চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক মাদরাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়বকুণ্ড প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেলওয়ে কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত মাদরাসা শিক্ষকের নাম মো. রিয়াদ উদ্দিন (২৮)। তিনি ফেনী সদরের সরওয়ার উদ্দিনের ছেলে এবং সীতাকুণ্ড কামিল মাদরাসার ইংরেজি বিষয়ের প্রভাষক ছিলেন। তিনি বাড়বকুণ্ডে ভাড়া বাসায় থাকতেন।
ঘটনাস্থল পরিদর্শন করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন বলেন, স্থানীয় লোকজনের তথ্যমতে, রিয়াদ রেল কলোনির মাদককারবারি ও মাদকসেবীদের কাজে বাধা দিতেন।
গতকাল রাতে দুই-তিনজন দুর্বৃত্ত তার ঘরের দরজা ধাক্কা দেয়। দরজা খুলতেই তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply