মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলা ইলিশা রুটের ওয়াটার বাস এ্যাডভেঞ্চার-৫ এ জন্ম নিলো এক নবজাতক। শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা থেকে ইলিশার উদ্দেশে ছেড়ে আসা ওয়াটার বাস এ্যাডভেঞ্চার-৫ এ জন্ম নিলো এক ফুটফুটে ছেলে শিশু।
এ্যাডভেঞ্চার-৫ এর ভোলার এরিয়া ম্যানেজার এনামুল হক সবুজ জানান, ঢাকা থেকে ভোলা ইলিশার উদ্দেশ্যে ছেড়ে আসা ওয়াটার বাসে আছমা বেগম নামে এক গর্ভবতী নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওয়াটার বাসের কর্মকর্তারা তাকে কেবিনে নিয়ে যায়। এ সময় ওয়াটার বাসের মাস্টার এ্যাডভেঞ্চারের যাত্রীদের উদ্দেশে ঘোষণা দিয়ে বলেন, ওয়াটার বাসে যদি কোনো সেবিকা থেকে থাকে তাহলে তাকে সাহায্য করতে। এরপর ওয়াটার বাসের কর্মকর্তা ও যাত্রীদের সহযোগিতায় জন্মগ্রহণ করে এক ছেলে নবজাতক।
এ সময় এ্যাডভেঞ্চার-৫ এর সুপারভাইজার মো. রমজানসহ কর্মকর্তা ও কর্মচারীরা মা ও শিশুকে সুস্থ রাখতে সর্বাত্মক সহযোগিতা করেন এবং ইলিশা ঘাটে মা ও নবজাতকের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখেন।
তিনি আরও জানান, নবজাতক শিশু ও তার মা যতদিন বেচেঁ থাকবে এ্যাডভেঞ্চারে যাতায়াতে কোনো টাকা নেওয়া হবে না বলে নিশ্চিত করেন।উল্লেখ্য, গৃহবধূ আছমা বেগমের বাড়ি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ সংলগ্ন।
Leave a Reply