শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ মহাসড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করেছেন সরকার। সরকারি এই আইনকে শতভাগ কার্যকরী করতে তৎপর গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।
তারই ধারাবাহিকতায় দেখা যায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার নীল খোলা নামক স্থানে গৌরনদী হাইওয়ে থানার চেকপোস্ট। এখান থেকে তিন চাকার যানবাহনগুলোকে প্রাথমিক অবস্থায় সতর্ক করে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং টুকটাক জরিমানাও করা হচ্ছে।
এ ব্যাপারে গৌরনদী হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মাহবুব জানান ঢাকা বরিশাল মহাসড়ক নিরাপদ রাখতে গৌরনদী থানা পুলিশ সর্বদা সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি সরকারি সব আইন বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।
বিশেষজ্ঞরা মনে করছেন সরকারি এই আইন বাস্তবায়ন করা হলে দুর্ঘটনা কমবে মহাসড়কেএবং নিরাপদ হবে মহাসড়ক।
তবে এ ব্যাপারে তিন চাকার যানবাহন এর মালিক যারা তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ ব্যাপারে তাদের কাছে জানতে চাওয়া হলে তারা জানায় আমরা গরীব মানুষ প্রতিদিন আয় করি প্রতিদিন বাজার করি। আমাদের এই আয় বন্ধ হয়ে গেলে আমাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে। সরকার যদি তিন চাকার যান চলাচলের জন্য মহা সড়কের পাশ দিয়ে আমাদের জন্য আলাদা লেনের রাস্তা করে দিত তাহলে আমরা উপকৃত হতাম এবং কারোরই কোনো অসুবিধা থাকতো না। তারা এ ব্যাপারে কর্তৃপক্ষ সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করছেন।
Leave a Reply